প্রকাশিত: Sun, Feb 12, 2023 2:40 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

ভাষাসৈনিক গাজীউল হকের জন্মদিন, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন তিনি

আশিক নূরী : [১] আবু নছর মোহাম্মদ গাজীউল হক একজন বাংলাদেশী সাহিত্যিক, গীতিকার এবং ভাষাসৈনিক। তিনি ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তিনি ভাষা আন্দোলনসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুহম্মদ শহীদুল্লাহ, কাজী মোতাহার হোসেনসহ বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। [২] গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি ফেনী জেলার ছাগলনাইয়া থানার নিচিন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মওলানা সিরাজুল হক ছিলেন কংগ্রেস ও খেলাফত আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং মা নূরজাহান বেগম। গাজীউল ১৯৪৬ সালে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন। এরপর ১৯৫১ সালে বিএ অর্নাস এবং ১৯৫২ সালে এমএ পাশ করেন। ভাষা আন্দোলনে নেতৃত্ব দানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাঁর এমএ ডিগ্রি কেড়ে নেয়। 

পরবর্তী সময়ে ছাত্রনেতা ইশতিয়াক, মোহাম্মদ সুলতান, জিল্লুর রহমান প্রমুখের প্রচণ্ড আন্দোলনের চাপে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর এমএ ডিগ্রি ফেরত দিতে বাধ্য হয়। [৩] গাজীউল হক ১৯৫৭ সালে আইনজ্ঞ সৈয়দ নওয়াব আলীর অধীনে বগুড়া বারে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ৬২’র শিক্ষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ১৯৬৩ সালের মার্চ মাসে পূব-পাকিস্তান ঢাকা হাই কোর্টে আইন ব্যবসায়ের সনদ লাভ করেন। ১৯৭২ সালে তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টে যোগদান দেন। সর্বোচ্চ আদালতে একজন দক্ষ আইনজীবী হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। [৫] গাজীউল হকের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে- ‘জেলের কবিতা (১৯৫৯)’, ‘এখানে ও সেখানে’, ‘একটি কাহিনী’, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম (১৯৭১)’, ‘এগিয়ে চলো (১৯৭১)’, ‘মোহাম্মদ সুলতান (১৯৯৪)’ ও ‘বাংলাদেশের গণমাধ্যম আইন (১৯৯৬)’। তিনি ২০০৯ সালের ১৭ জুন স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।